ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের সেন্টার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ এর অধিক দোকান পুড়ে ছাই।
মঙ্গলবার (০৩ মার্চ) মধ্যরাতে বড়মানিকা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বাটামারা গ্রামে ঐ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় তারা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাবসায়ীরা জানায়, আগুনে ৫০ এর অধিক দোকান পুড়ে ছাই হয়েছে। প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার।
Leave a Reply