খুলনার ডুমুরিয়ায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মোসলেম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনের প্রথম পাম্প মেশিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামি একটি মাহিন্দ্রা তেল নেওয়ার জন্য পাম্পের দিকে যাওয়ার সময় জিয়েলতলার জঁয়মা বার থেকে ফেরা একটি বাস মাহিন্দ্রাকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনা স্থানে একজন নিহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply