চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রায় দেড় হাজার মানুষ এই সংক্রমণে আক্রান্ত।
এরইমধ্যে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্য মন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, ‘ইরানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৬ জন। যাদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। রয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাও। এই ভাইরাসে ইরানে এখন পর্যন্ত অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।’
এমন আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইরান সরকার অস্থায়ীভাবে ৫৪ হাজার কারাবন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে ইরানের বিচারবিষয়ক মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল বলেছেন, ‘কারাবান্দিদের মুক্তি দেয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। যারা এখনও করোনা আক্রান্ত নন তাদের অস্থায়ীভাবে ছেড়ে দেয়া হবে। তবে যারা ৫ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত তাদের ছাড়া হবে না।’
এদিকে দু-একদিনের মধ্যেই ইরানে আটক ব্রিটিশ দাতব্য কর্মী নাজনীন জাঘারিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী।
উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ১১৯ জন নিহত হয়েছে। যেখানে শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৪ জন। চীনের বাইরে নিহত হয়েছে ১৭৫ জন।
নিহত হওয়া দেশগুলোর মধ্যে ইরানে ৭৭, ইটালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ২, যুক্তরাষ্ট্র ৬, ফ্রান্স ৩, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে ১ জন করে।
গোটা বিশ্বে এই মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন এবং চীনের বাইরে ১০ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৯৪ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ১২৮ জন সুস্থ হয়েছে।
গেল ডিসেম্বরে চীনের জনবহুল হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। এরপর ধীরে ধীরে গোটা চীনে ছড়িয়ে পড়তে থাকে। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। এক পর্যায়ে চীনের বাইরে বিশ্বের অন্তত ৭৩টি দেশে ছড়িয়ে পড়ে এ মারণ ভাইরাস।
Leave a Reply