সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রিকেট দলের সদস্যরা।
তবে সন্ধ্যার ফ্লাইটে দলের সাথে সিলেট আসেননি ক্যাপ্টেন মাশরাফি ও তামিম। শুক্রবার সকালে তাদের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
দু’দলের ক্রিকেটারদেরই ফুল দিয়ে বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী, সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাশ সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির যুগ্ম-সম্পাদক এহিয়া আহমদ সুমন প্রমুখ।
ওয়ানডে সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় সিলেটে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ দল এবং বিকেল ৩টায় জিম্বাবুয়ে দল অনুশীলন করবে। এছাড়া পরেরদিন শনিবারও অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
আগামি ১, ৩ এবং ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
Leave a Reply