রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়েছে ক্যাসিনোকাণ্ডে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগ সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে ৫টি সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালঙ্কার, এফডিআর ও ক্যাসিনোসামগ্রী জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৩)।
সোমবার রাতে পুরান ঢাকার লালমোহন স্ট্রিটে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত অভিযান চলছে।
র্যাব সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনোকাণ্ডে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
তিনি জানান, ঘটনাস্থলে র্যাবের অভিযান এখনও চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এ ব্যাপারে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এর আগে গত ২০ জানুয়ারি রাজধানীর অদূরে কেরানীগঞ্জের শুভাঢ্যায় একটি ১০তলা বাড়িতে অভিযান চালিয়ে এনামুল হক ও রুপন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ (সিআইডি)। এসময় শেখ মোস্তফা নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারা জাল পাসপোর্টে দেশছাড়ার চেষ্টা করছিলেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল ফোন উদ্ধার রা হয়।
উল্লেখ, গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গ্রেফতার হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, শফিকুল আলম ফিরোজ, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজিব ও ময়নুল হক মঞ্জু, ঢাকা মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াসহ সরকারি দলের অনেক নেতা। জব্দ হয় কোটি কোটি টাকা, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম।
Leave a Reply