সিলেটের বই প্রেমীদের হৃদয়ে আলো ছড়িয়ে শেষ হল পক্ষকালব্যাপী সিলেট বইমেলা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় পঞ্চম বারের মতো বইমেলার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। মেলার শেষ দিনেও ছিল পাঠক ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়রসহ সিলেটর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মেলা চলাকালীন বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভাষার মাসে বইমেলা, আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মাধ্যমে আগামি প্রজন্মের মেধা বিকাশ হবে। সামনে আরও বড় আকারে মেলার আয়োজন করা হবে। কারণ আমি মনে করি ভবিষৎ প্রজন্মকে কিছু শেখাতে হলে এই ধরনের আয়োজন প্রয়োজন।
বইমেলা আয়োজনের জন্য সিলেট বন্ধুসভার সদস্যদের নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান সিটি মেয়রসহ সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
প্রথম আলো সিলেট জেলার সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ব্যরিস্টার আরশ আলী, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সিলটিভির পরিচালক সিনিয়র সাংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম সেলিম, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, প্রথম আলো সিলেট জেলার নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদি, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, কবি প্রণব কান্তি দেব, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।
Leave a Reply