বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরকে মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে স্পেন আওয়ামী পরিবার।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক তিনদিনের এক সংক্ষিপ্ত সফরে মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা জাকির হোসেন, রফিক খান, মো. হাসান, যুবলীগ স্পেন শাখার আহবায়ক ইফতেখার আলম, শিপন মিয়াসহ আরো অনেকে।
আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে অগ্রগতির ধারা সূচিত হয়েছে, তা বিশ্বের দরবারে মেলে ধরার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে, লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগের সাথে থেকে প্রবাসীদের আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply