কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১জন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজি এর মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিএনজিতে চালকসহ দুইজন ও মাইক্রোবাসটিতে ১২ জন পর্যটক ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলে সিএনজি চালক ও এক যাত্রী মারা যান। আর আহত ১ পর্যটককে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নুর উদ্দিন জানান, কক্সবাজার সদর হাসপাতালে মৃতদেহ রয়েছে। গুরুতর আহত পর্যটককে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply