কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে ঐতিহাসিক বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার পরপরই মিছিলে এসে যোগ দেন ইশরাক।
এর পর মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে স্লোগানে নাইটেংগেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
বিক্ষোভ মিছিলে সামনে থেকে স্লোগান দিতে দেখা যাচ্ছে ইশরাক হোসেনকে। তার সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন হাজারো নেতাকর্মী।
Leave a Reply