জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ মাদ্রাসায় মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ করা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শামীমা আক্তার খানমের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় সব মাদ্রাসায় ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি পালনে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য ২০১৯-২০ অর্থবছরে ৯৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বরিশাল-২ আসনের সাংসদ শাহে আলমের আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে শিক্ষাদান মনিটরিং এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ প্রতিষ্ঠা করা হয়েছে
Leave a Reply