গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতার কারণে হবিগঞ্জের বাহুবলে সরকারের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ‘ট্রমা সেন্টার ভবন’ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় গণপূর্ত বিভাগ স্বাস্থ্য বিভাগের কাছে এই ভবনটি হস্তান্তর করতে পারেনি। যার ফলে একদিকে অযত্ন-অবহেলায় বিনষ্ট হচ্ছে কোটি-কোটি টাকার সরকারি সম্পদ। অপরদিকে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্ঘটনায় আহত স্থানীয় জনগণ। তাই বিষয়টি নিয়ে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ, হতাশা।
স্থানীয়দের অভিযোগ, গণপূর্ত বিভাগের অবহেলায় বাহুবল ট্রমা সেন্টারের মূল্যবান মালামাল নষ্ট ও চুরি হচ্ছে। ৬ বছরেও ভবনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় স্বাস্থ্য বিভাগ সেবা কার্যক্রম চালু করতে পারছে না। ফলে মহাসড়কে দুর্ঘটনায় পতিত হয়ে হাড় ভাঙা রোগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে।
এদিকে গণপূর্ত বিভাগের দাবি, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের অভাবে ট্রমা সেন্টারের অনেক মালামাল ইতোমধ্যে চুরি ও নষ্ট হয়েছে। এসব মালামাল মেরামত ও নতুন মালামাল সরবরাহ করার পর তা হস্তান্তর হবে। কবে নাগাদ হস্তান্তর হবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, ২০১০ সালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে সরকার দেশের ছয়টি মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসার জন্য মহাসড়ক সংলগ্ন সুবিধাজনক স্থানে ১০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ প্রকল্প গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হয়। ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার পর ট্রমা সেন্টারের সেবা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, বেড ও ফার্নিচার সরবরাহ করে সরকার। কিন্তু অদৃশ্য কারণে অবকাঠামো হস্তান্তর প্রক্রিয়াটি আটকা পড়ে গণপূর্ত বিভাগে। দীর্ঘ ৬ বছর হস্তান্তর কার্যক্রম আটকে থাকার কারণে ট্রমা সেন্টারের মূল্যবান মালামাল রক্ষণাবেক্ষণ, পরিচর্যা ও নিরাপত্তার অভাবে নষ্ট ও চুরি হচ্ছে।
Leave a Reply