বেলা ৩টায় দরজা খোলা হয় সিলেট বইমেলার। কিন্তু ২টা থেকেই পাঠক, দর্শনার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে ঘুরাঘুরি করতে শুরু করেন। বেলা আড়াইটার দিকে বেশ কয়েকজন পাঠক বন্ধুসভার সদস্যদের একটু পর পর এসে জিজ্ঞাস করছেন সবগুলো স্টল কখন খুলবে। তিনটার সময় সবগুলো বইয়ের স্টল খোলার সাথে সাথেই মেলায় প্রবেশ করতে থাকেন পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা। বই কেনার পাশাপাশি শুরু হয় লেখক পাঠকদের গল্প, আড্ডা ও ছবি তোলা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বই মেলার ৬ষ্ঠ দিন এমন দৃশ্য চোখে পড়ে। যথারীতি নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট বন্ধুসভার আয়োজনে চলে মেলা।
সন্ধ্যা নামার সাথে সাথে বইপ্রেমী, সাংস্কৃতিকর্মী, পাঠক, লেখকদের জমপেশ আড্ডা চলে মেলা প্রাঙ্গণে। গতানুগতিক আড্ডা নয়। এই আড্ডায় থাকে মেলার বিভিন্ন বই ও লেখকদের নিয়ে কথা বার্তা।
Leave a Reply