করোনাভাইরাসে আতঙ্কে চীনের উহান প্রদেশ থেকে দেশে ফিরেছেন ৩১২ বাংলাদেশি। শুক্রবার মধ্যরাতে তাদের দেশে ফেরার কথা থাকলেও শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাদের নিয়ে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
এই ফ্লাইটে ৩৬১ জন বাংলাদেশি ফেরার কথা থাকলেও অনেকের পাসপোর্ট নিয়ে জটিলতা থাকায় ৩১২ জন ফিরছেন।
সূত্র জানায়, চীনে অবস্থানরত বেশকিছু বাংলাদেশির পাসপোর্ট কাছে না থাকায় রাতে ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়। সকালে ফ্লাইট ছাড়ে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর এক কর্মকর্তা জানান, চীন ফেরত নাগরিকদের বিমানবন্দরের রানওয়ে থেকে বিআরটিসির বাসে করে আশকোনা হজক্যাম্পে সরাসরি নেওয়া হবে। সেখানে তাদের স্ক্রিনিং করা হবে। কেউ অসুস্থ হলে তাদের আলাদা রাখা হবে। ফেরত আসা পরিবারগুলোকেও আলাদা রাখা হবে। ১৪ দিন হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন থাকবে চীন ফেরত বাংলাদেশিরা।
ফেরত যাত্রীরা পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেবেন। তাদের লাগেজ সংগ্রহ করে হজ ক্যাম্পে পৌঁছে দেবে সেনাবাহিনীর সদস্যরা।
চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে প্রায় ৪৫০ রয়েছেন উহানে।
Leave a Reply