ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ বর্ডা গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে ৬৫ প্লাটুন বিজিবির সদস্যরা এই দুই সিটিতে টহল দিচ্ছে।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন-ইসি জানায়, নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬৫ প্লাটুনের মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন। এছাড়াও ১০ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ থাকবেন।
প্রতি দু’টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৫ জনসহ ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি নারী সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন গঠিত। এ নির্বাচনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৯ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি নারী সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট প্রায় ২৪ লাখ ৫২ হাজার ভোটার এ নির্বাচনে ভোটধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
Leave a Reply