বন্দিজীবন কাটানোর পর অবশেষে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে ১৪৮ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরে এসেছেন। জাতিসংঘের সহায়তায় বুধবার (২৯ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিশেষ বিমানে পৌছায়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, উন্নত জীবনের আশায় প্রায় বাংলাদেশ থেকে অনেকে লিবিয়ায় পাড়ি দেন। পাচারকারীর ফাঁদে পা দিয়ে অনেকেই বিপদে পড়েন। ফিরে আসা অভিবাসীদের মধ্যে আছে যুদ্ধে আহত, সমুদ্রপথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দি থাকা অভিবাসীরা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন,মঙ্গলবার মিসরাতা বিমাবন্দর থেকে রওনা দিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।
ফিরে আসা বাংলাদেশিরা জানান, ৯-১০ বছর আগে তারা লিবিয়ায় পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেখানের পরিস্থিতি তাদের বন্দিজীবন কাটাতে বাধ্য হয়েছে। অনেকেই পরিস্থিতি আরও অবনতি হলে ফিরে আসার জন্য আকুতি জানাতেন কিন্তু টাকা-পয়সা না থাকায় ফিরতে পারছিলেন না।
বাংলাদেশের আইওএম মিশন প্রধান জর্জি গিাউরি বলেন, লিবিয়ায় যুদ্ধ চলায় আমরা বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে কোনও ত্রুটি রাখিনি। আমরা চাই তারা যেন দেশে ফিরে আসারও সুযোগ পাই।
Leave a Reply