আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ আধুনিক প্রযুক্তিকে সমর্থন করে। আমরা ইভিএমের পক্ষে। এখন এনালগে থাকার সুযোগ নেই। ইলেকশন পুরোপুরি ইভিএমে হবে না আংশিক হবে সেটি কমিশনের বিষয়। নির্বাচনে তা কতটা ব্যবহার হবে না হবে সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ নদী বন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনও সুযোগ নেই। পুনরায় পেছালে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হতে পারে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ইভিএমের পক্ষে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এখন আর এনালকে থাকার সময় নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতীয় ঋণ চুক্তির আওতায় আশুগঞ্জ নদী বন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস উপস্থিত ছিলেন।
Leave a Reply