রোহিঙ্গা শিবির পরিদর্শনে উখিয়া এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। পরিদর্শনকালে মিয়ানমারের গণহত্যার শিকার হয়ে উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলবেন তিনি। সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি উখিয়া ক্যাম্প পরিদর্শনে আসেন।
বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত তিনি বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে জানা গেছে। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পৌঁছান ইয়াং হি লি।
রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাসহ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন জাতিসংঘের বিশেষ এই দূত।
Leave a Reply