আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৯ জানুয়ারি) সাড়ে ৩টা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
আলোচনার বিষয় এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনী আলোচনা, ভোটগ্রহণের জন্য পরিকল্পনা ও অন্যান্য।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছেন। নির্বাচনের নতুন তারিখ ১ ফেব্রুয়ারি।
Leave a Reply