স্পেনের স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়া অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ১ জন নিহত, ৮ জন আহত হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
মঙ্গলবার গভীর রাতে কাতালোনিয়ার দক্ষিণ তারাগোনা এলাকায় রাসায়নিক কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। এতে এখনও ১ জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পর আগুনের স্ফূলিঙ্গ চারদিকে ছড়িয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যামিকেলের কারণে এমন আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন।
কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ প্রথমে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষেধ করে। পরে অবশ্য কোনও রাসায়নিক নিঃসরণ না হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
দুর্ঘটনার পরপরই কয়েক ডজন উদ্ধারকর্মী আগুন নেভানোর কাজ ও হতাহতদের উদ্ধার শুরু করেন, তারা মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যান।
কাতালোনিয়ার লা কানোনজা শহরের কুইমিকাস ডেল ওক্সিডো ক্যামিকেল কারখানায় স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে পার্শ্ববর্তী একটি ভবন ধসে পড়ে। নিহত যে একজনকে উদ্ধার করা হয়েছে তিনি ওই ভবনের বাসিন্দা বলে জানা গেছে।
কাতালোনিয়ার বেসামরিক নিরাপত্তা সংস্থা জানায়, দগ্ধদের ভেতর দু’জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
দিনের শেষে কাতালান নেতা কুইম তোরা সাংবাদিকদের বলেন, এখন আমরা শান্তি ও আত্মবিশ্বাসের কথা স্থানীয় অধিবাসীদের জানাতে পারি। কোনও ধরনের রাসায়নিক পদার্থ ছড়িয়ে না পড়ায়, মানুষ তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
Leave a Reply