ইরানের কুদস ফোর্স জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উন্নতি ঘটাতে ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প ভারত সফর করবেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কবে নাগাদ ট্রাম্প ভারত সফরে আসছেন এ নিয়ে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। মার্কিন কংগ্রেসে অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটের দিন ঠিক হওয়ার পরই ট্রাম্পের ভারত সফরের সূচি চূড়ান্ত হবে।
ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে দেশ দুটির কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে।
এর আগে গেল বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদানের কথা ছিল ট্রাম্পের। তবে রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় সেসময় ভারত সফর বাতিল করেছিলেন ট্রাম্প।
Leave a Reply