দুর্ঘটনা এড়াতে পাইপলাইনে লিকেজসহ সংস্কারের জন্য রবিবার, ১২ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না রাজধানীর বেশকিছু এলাকায়।
তিতাস গ্যাস সূত্র জানায়, বনশ্রী, পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দীর্ঘ ৯ ঘণ্টা গ্যাস বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়তে হবে হাজারো মানুষকে। তারপরও সাধারণ মানুষ দুর্ঘটনারোধে এ ধরনের কষ্ট মেনে নিতে রাজি আছেন। তারা বলছেন, তবুও কোনও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটুক।
সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর সব ধরনের গ্যাস লাইন পুনরায় সচল হবে।
Leave a Reply