জয় দিয়ে নতুন বছর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জিদানের দল। এর আগে লিগে টানা তিন ম্যাচ ড্র করে দলটি।
শনিবার নিজেদের মাঠে রিয়ালের হয়ে জোড়া গোল করেন রাফায়েল ভারানে। আর অতিরিক্ত সময়ে লুকা মদ্রিচের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
টানা তিন ম্যাচ ড্রয়ের পর এদিন জয়ের জন্য মাঠে নামে রিয়াল। কিন্তু প্রতিপক্ষ প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। গেতাফের বেশ কয়েকটি শট রিয়াল গোলরক্ষকের দক্ষতায় জালের দেখা পায়নি। উল্টো ৩৪ মিনিটে ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল। তার মাথা ছুঁয়ে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। টনি ক্রুসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন এই ফরাসি। আর অতিরিক্ত সময়ে ভালভারদের পাসে গোল করেন মদ্রিচ। ফলে বছরের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
লিগে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। আর ৩৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।
Leave a Reply