২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ বুধবার (১ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।
এবারের মেলায় আগত দেশি-বিদেশি অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা অন্যান্যবারে তুলনায় বাড়ানো হয়েছে। মেলা উপলক্ষে শেরে বাংলা নগরে ৩২ একর জায়গা নতুন রুপে সাজানো হয়েছে। মেলার প্রধান গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃত সৌধের আদলে, সাথে থাকছে পদ্ম সেতুর মডেল। খোলা-মেলা পরিসর রাখতে গতবছরের চেয়ে এবার স্টলের সংখ্যা কমানো হয়েছে। গত বছর ৬৩০টি স্টল ও প্যাভিলিয়ন ছিল, এবারে রয়েছে ৪৮৩টি।
মেলায় স্টল ও প্যাভিলিয়রে মধ্যে রয়েছে- বিভিন্ন ক্যাটাগরির প্যাভেলিয়ন ১১২টি, মিনি প্যাভেলিয়ন ১২৮টি এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। এ বছর মোট ২১টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। টিকেটের ২৫ ভাগ এবার অনলাইনে পাওয়া যাবে। এছাড়া খাবারের দোকানগুলোতে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। যানবাহন পার্কিংসহ মেলায় প্রয়োজনীয় সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply