নতুন বছরের আগের রাত থার্টিফাস্ট নাইটে বাসা-বাড়ির ছাদসহ কোনও খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিরঝিল এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কাউকে ঢুকতে দেয়া হবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত এই ২৪ ঘণ্টা রাজধানীর সব বার বন্ধ থাকবে না। এছাড়া পাঁচ তারকা হোটেলগুলো থার্টিফার্স্টে কোনও অনুষ্ঠান করতে চাইলে আগে থেকে পুলিশের অনুমতি নিতে হবে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি দিইনি। অফিস খোলার দিন রাস্তা বন্ধ করে কোনও রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ করবো না।’
অন্যদিকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনও থ্রেট আছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘কোনও থ্রেট নেই। তবে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশকে কেন্দ্র করে এরকম বিস্ফোরণ ঘটে থাকে। এটি স্রেফ ককটেল, এটি আইএডি নয়। এ ঘটনায় কাউকে এখনও শনাক্ত করা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ কাজ করছে। অচিরেই জড়িতরা গ্রেফতার হবে।’
Leave a Reply