টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা কৃষকদলের উদ্যোগে স্থানীয় সিলমী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্যবাবু শ্যামল হৌড়, মো. মাইনুল ইসলাম, মাহমুদুল হক সানুসহ জেলা বিএনপি’র সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাসেদুল আলম রাসেদ,সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক।
এ ছাড়াও পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম শাপলা সহ জেলা, পৌর ও থানা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply