যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি পাহাড়ের চূড়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন শিশু বলে জানা গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের বরাতে এ খবর জানিয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবশিষ্ট এক আরোহীর খোঁজে সকাল থেকে আভিযান পরিচালনা করবে তারা। তবে তিনি মৃত না জীবিত তা জানেন না কেউ।
এর আগে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি সাফারি হেলিকপ্টার সাতজন আরোহী নিয়ে কাওয়াইয়ের নাপালি সোইকতের দিকে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে পৌঁছানোর ৪০ মিনিট আগে ঝড়ো হাওয়ার কবলে পড়ে। হেলিকপ্টারটি একটি ঝর্ণার ওপর আছড়ে পড়ে। তারপর থেকেই হেলিকপ্টারটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরোহীদের কেউ জীবত নেই বলে ধারণা করছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মুখপাত্র রবার্ট কক্স জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান দীর্ঘায়িত হচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য থেকেই বেসরকারি ট্যুর কোম্পনির সাহায্যে পর্যটকরা হেলিকপ্টার করে কাওয়াইয়ের অন্তর্গত হাওয়াই দ্বীপে বেড়াতে এসে থাকেন। চলতি বছরের এপ্রিলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল।
Leave a Reply