ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আইনের বিরোধীতা করে আবারও কলম ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি প্রতিবাদের নতুন মাত্রায় যোগ করলেন কবিতা দিয়ে। একই সঙ্গে কবিতার মাধ্যমে বিভেদের রাজনীতি ভুলাতে সরব হলেন তিনি।
নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে পথে নেমে আন্দোলনের পাশাপাশি এবার লিখে ফেললেন কবিতা ‘অধিকার’। কবিতার চরণে চরণে নাগরিকদের প্রাপ্তি নিয়ে ফুটিয়ে তুলেছেন। একইসঙ্গে দেশের নাগরিক সমাজের মৌলিক অধিকার নিয়ে সরব হয়েছেন। এরই পাশাপাশি নাম না করে কেন্দ্রীয় সরকার ও বিজেপিরও সমালোচনা ফুটে উঠেছে তার কবিতার মাধ্যমে।
আমি তো এ দেশটাকে চিনি না, আমি তো এইখানে জন্মাইনি, আমি জন্মেছি ভারতবর্ষে, বিভেদ করতে শিখিনি। আমার অধিকার আমার ঠিকানা, এ দেশটাতে থাকবে, তোমারা যারা ঘৃণা ছাড়াও, তারা এবার শুধু কাঁদবে। তোমার বক্তব্য নিয়ে ভরা,কাড়ছে মানুষের অধিকার, এ দেশটাতে আমি চিনি না, আমার দেশটাতো সবার। ঘৃণা নয় ঐক্য চাই, এটা আমার অঙ্গীকার, আমরা সবাই নাগরিক, ঠিকানা মোদের অধিকার।
স্বার্থপর দৈত্য এনআরসি, সিএএ লাইনে প্রমাণ দেবো না, গরিব মানুষ লাইন দেবে, তোমরা করবে শুধুই ছলনা! চলবে না- চলবে না, দেশ ভাগ চলবে না। ঐক্যবদ্ধ ভারত থাকুক, বিভেদকারীদের চাই না, আমরা সবাই নাগরিক- এনআরসি, সিএএ মানবো না।
এনআরসি, সিএএ নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। কেন্দ্রীয় আইনের প্রতিবাদে একের পর এক মিছিল ও প্রতিবাদ সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। শান্তিপূর্ণ পথে কেন্দ্রীয় পদক্ষপের বিরুদ্ধে পথে নামতে নির্দেশ দিয়েছেন দলের নেতা-কর্মীদেরও। এনআরসি, সিএএ বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a Reply