দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, ঢাকার দুই সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থী কারা হবেন- এ নিয়ে আলোচনা হবে।
ড. কামালের সভাপতিত্বে বৈঠকে বৈঠকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সবশেষ গত ৩ ডিসেম্বর বিকেলে ড. কামালের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
Leave a Reply