সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার নগরীর করিম উল্লাহ মার্কেটের ইত্তেফাকের সিলেট অফিসে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়।
ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর পারিচলানায় সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এইউ শহিদুল ইসলাম, এডভোকেট মো ইফরানুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির জেপির জেলা সভাপতি ইফতেখার হোসেন লিমন, করিম উল্লাহ মার্কেটের সত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, কতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়া, এসএমপির মিডিয়ার পক্ষ থেকে মো শফি আহমদ, জেলা পুলিশের পক্ষে মো রফিকুল ইসলাম ডিআইও, মহানগর যুবলীগ নেতা রিয়াজ কান্তি দাস তপু, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন খালেদ আহমদ মনছুরী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুকতাবিস উন নুর, আজিজ আহমদ সেলিম, ইকবাল সিদ্দিকী, আব্দুল মালিক জাকা, আতাউর রহমান আতা, ইকরামুল কবির, আব্দুল কাদের তাপাদার, আমজাদ হোসাইন, সমরেন্দ্র বিশ্বাস সমর, ইকবাল মাহমুদ, শাহ দিদার আলম নবেল,খালেদ আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশীদ রেনু, কাউসার চৌধুরী, নৌসাদ আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদ, মামুন হাসান, নূর আহম, জামাল উদ্দিন, সুলতান সুমন, ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইত্তেফাক সংবাদদাতা মো আহসান হাবীব, শিপন আহমদ, আবদুল মুমিন ইমরান।
বর্ষপূর্তিতে শুভেচ্ছ জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, লিডিং ইউনিভার্সিটির ভিসি মোঃ কামারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বাংলাদেশের সংবাদপত্র জগতে ও মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
Leave a Reply