ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে সেমাবার সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিন রাতের ওই দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে কিছুটা ভালো অনুভব করেন তিনি।
ব্যান্ড টেলিভিশনের সঙ্গে আলাপকালে বোলসোনারো জানান, পড়ার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর কী হয় সেটি জানেন না ২০১৮ সালের নির্বাচনী প্রচারে ছুরিকাহত হওয়া এই প্রসিডেন্ট।
‘পরেদিন সকালে ধীরে ধীরে সব মনে পড়েছে। এখন ভালো আছি। বাসার কর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে এসেছিল, জানিয়ে বোলসোনারো বলেন, গোটা রাতটাই হাসপাতালে থাকতে হয়েছে। সিটি স্ক্যান খারপ কিছু আসেনি। ডাক্তার বিশ্রামের পরামর্শ দিয়েছিন।’
জানুয়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন বোলসোনারো। তলপেটে যেখানে ছুরির কোপ লাগে, সেখানে চারটি অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া স্কিন ক্যানসারও ধরা পড়েছে।
Leave a Reply