ভারতের রাজধানী দিল্লিতে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন দগ্ধ হয়েছে। দিল্লির উত্তর-পশ্চিমে কিরারি এলাকায় রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং কাছাকাছি অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডে।
একটি চারতলা ভবনের নিচতলায় ওই কাপড়ের গুদামটি ছিল। আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে কোনো যন্ত্রপাতি ছিল না। ভবনটিতে মাত্র একটি সিঁড়ি ছিল।
এর আগে চলতি মাসেই দিল্লিতে অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হয়। দিল্লির উত্তরাঞ্চলের একটি লাগেজ তৈরির কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহতদের মধ্যে সবাই শ্রমিক ছিল। তারা দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
Leave a Reply