ইরানে বর্তমানে সামাজিক বিমার আওতায় রয়েছে ২ হাজার ২শ জন ইরাকি নাগরিক। ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার বিদেশি নাগরিক দপ্তরের প্রধান আহমাদ রেজা খাজায়ি এই তথ্য জানান।
তিনি জানান, সামাজিক নিরাপত্তা সংস্থায় অবসারপ্রাপ্ত ও পেনশনভোগী ইরাকি নাগরিক রয়েছে ১ হাজার ৫৩০ জন।
খাজায়ি আরও জানান, ইরানে বসবাসরত নিবন্ধিত বিদেশি (পুরুষ ও নারী) নাগরিকের সংখ্যা ১১ লাখ। এরমধ্যে ৩৫ হাজার হচ্ছে ইরাকি নাগরিক। ইরাকি কুর্দিস্তানে প্রায় হাজার খানেক অবসরপ্রাপ্ত ও পেনশনভোগী বসবাস করে বলে জানান তিনি।
ইরানে বসবাসরত সামাজিক বিমার উপকারভোগী বিদেশি শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ইরানে প্রায় সাত হাজার ইরাকি শিক্ষার্থী লেখাপড়া করছে যারা সামাজিক নিরাপত্তা সেবা ব্যবহার করতে পারে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্যমতে, ইরানে নিবন্ধন ও নিবন্ধন বহির্ভূত ৩০ লাখের অধিক আফগান নাগরিক রয়েছে। সূত্র: তেহরান টাইমস।
Leave a Reply