বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা প্রকাশ্যে আসতে দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে দলটির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তারেক রহমানের নেতৃত্ব শুরু হয়ে গেছে সেখান থেকে তাকে সরানোর ক্ষমতা সরকারের নেই।
শুক্রবার(২২ নভেম্বর) প্রেসক্লাবে জাতীয় দল আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী থাকা মানে গণতন্ত্র ও স্বাধীনতা বন্দি থাকা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে আমি মনে করিনা। যেদিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন সে দিন সর্বক্ষেত্রে গণতন্ত্র মুক্ত হবে। যে কারণে বন্দী বাংলাদেশকে আমাদেরকে মুক্ত করতেই হবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের অবস্থা হচ্ছে এই যে কিল দিলেও মরে কিল খাইলেও মরে। পেঁয়াজের দাম বাড়বে, আমার মা বোনেরা ধর্ষিত হবে, শিশু বাচ্চা মায়ের কোল থেকে বাসে পিষ্ঠ হবে। ট্রেন দুর্ঘটনা ঘটবে, গ্যাস বিস্ফোরণে মানুষ মারা যাবে। গুম খুন হবে, কোন কথা বলা যাবে না। এসব কথা বললে আপনি কিল খাবেন, আর যদি কিলাইতেও যান তাহলেও আপনি মরবেন। কারণ কথিত পুলিশ লীগ তারা আপনাকে মারবে। তবে এর মধ্যে থেকে একটি পথ আপনাদেরকে বেছে নিতেই হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী হয়ে গেছে শাজাহান খান ও রাঙ্গা। মালিক সমিতি ও শ্রমিক সমিতি মিলে বাংলাদেশের জনগণকে রাস্তায় পিষে মারছে। অথচ তাদেরকে ধরা যাবে না, ছোয়া যাবেনা, কোনও আইন প্রয়োগ করা যাবে না। প্রধানমন্ত্রীর চেয়ে বড় এই ধরনের নেতাকে আমরা আওয়ামী লীগের কোলে দেখতে চাই না।
তিনি আরও বলেন, ডিএমপি কমিশনার বলেছেন- আমাদের কারো পিঠের চামড়া থাকবে না। যদি আবার আমাদের সন্তানরা রাস্তায় নামে। সে পুলিশ হোক আর শ্রমিক নেতা হোক। সুতরাং আমাদের পিঠের চামড়া বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। পিঠের চামড়া বাঁচাতে হলে তারেক রহমানের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসেনর উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে বক্তব্য দেন।
Leave a Reply