ইডেন গার্ডেনসে ঐতিহাসিক দিবা-রাত্রি টেস্টে ভারতের কাছে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্ট্রের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে এটি সর্বনিম্ন রান। কলকাতা টেস্টের ৩০.৩ বলে গোলাপি বলের বিষে নীল হয়ে যায় টাইগাররা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশর দলপতি মমিনুল হক। ব্যাটিংয়ে নেমে সফরকারী বাংলোদেশ প্রথম সেশনেই হারায় ৬ উইকেট।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টায় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মুমিনুল হক।
দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক গোলাপি টেস্ট খেলতে নামে বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন পেসার আল-আমিন হোসেন আর অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের জায়গায় দলে ফিরেছেন নাঈম হাসান।
দুপুর সাড়ে ১২টায় ঘণ্টা বাজিয়ে ও দুই দলের অধিনায়কদের হাতে গোলাপি বল তুলে ধরে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, এবাদত হোসেন।
ভারতের একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেস যাদব।
Leave a Reply