জার্মানির সাবেক রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকারকে (৫৯) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় গেল মঙ্গলবার বার্লিনের চার্লটেনবুর্গে শ্লসপার্ক হাসপাতালে বক্তৃতা দেয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন।
এ ঘটনায় উপস্থিত জনতার সহায়তার হামলাকারীকে আটক করেছে বার্লিন পুলিশ।
গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হাসপাতালে বক্তৃতা দেয়ার সময় ফ্রিটজ ফন ভাইৎসেকারকে ছুরিকাঘাত করা হয়। এসময় হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে একজন গুরুত্বর আহত হন। তাতে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত শ্রোতা ছাড়াও হাসপাতালে কর্তব্যরত কর্মচারীদের বক্তব্য নিচ্ছেন।
ফ্রিটজ ফন ভাইৎসেকার ২০০৫ সালে শ্লসপার্ক হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যোগদানের আগে ফ্রাইবুর্গ, বোস্টন ও জুরিখে কাজ করেছেন।
নিহত ফ্রিটজ ফন ভাইৎসেকারের বাবা রিশার্ড ফন ভাইৎসেকার ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি মারা যান।
Leave a Reply