গণপরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। এর মধ্যেই এবার নৌকা শ্রমিকরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। আগামী ২৬ নভেম্বর রাত ১২টা ৩ মিনিট থেকে দেশব্যাপী সকল শ্রেণির জাহাজ, ট্রলার, লঞ্চ শ্রমিকরা লাগাতার কর্মবিরতি করবেন বলে জানিয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ কর্মসূচির কথা জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দারিদ্রতা মোচন করে শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নের জন্য সকল শিল্পের মালিকদেরকে আহ্বান জানানো সত্ত্বেও দেশের জাহাজ মালিকগণ নৌ শ্রমিকদের ১০০% খাদ্যভাতা, সুপেয় পানির সামান্য অর্থ প্রদানে এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। যা কোনমতে মেনে নেয়া যায় না।’
বক্তারা আরও বলেন, ‘নৌ শ্রমিকদের ১০০% খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবি মেনে না নিলে আগামী ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি পালন করা হবে।’
তাদের দাবিগুলো হল- নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু করতে হবে; জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে; ডিজি শিপিং এর হয়রানি বন্ধ করতে হবে; সুনামগঞ্জ ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম ও সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply