কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাসিং অপেনার তামিম ইকবাল খান।
মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা কন্যা সন্তানের জন্ম দেন।
এর পর তামিম নিজেই ফেসবুকে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন।
তবে ফেসবুকে এ বিষয়ে কিছু লিখেননি তামিম। শুধু একটি ছবি পোস্ট দিয়েছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লিখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিমকে পুত্রসন্তান উপহার দেন আয়েশা। এবার এই দম্পতির ঘর আলো করে এলো কন্যা সন্তান।
ভালোবেসে ২০১৩ সালের ২২ জুন আয়েশা সিদ্দিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তামিম ইকবাল।
এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলমান ভারত সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তামিম। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টাইগারদের ভারত অভিযান।
Leave a Reply