সারাদেশে দফায় দফায় দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় মসলা পেঁয়াজ এখন যেন সোনার হরিণ। এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ২০০-২২০ টাকা। ভারত রপ্তানি বন্ধ করায় লাগামছাড়া হয়ে গেছে পেঁয়াজের দাম। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
যদিও অনেক ক্রেতা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পেঁয়াজ পাচ্ছেন না। বাড়ি ফিরছেন শূন্য হাতে। ট্রাক সংখ্যা বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না ভিড়।
সোমবার নগরীর কিন ব্রীজ মোড়, রিকাবীবাজার ও দক্ষিণ সুরমা এলাকার এ চিত্র দেখা যায়। টিসিবির পেঁয়াজ কিনতে শত শত মানুষের লাইন। অন্য পণ্য নয়, সবার উদ্দেশ্য পেঁয়াজ কেনা।
রিকাবিবাজার এলাকার বাসিন্দা আব্দুর রহমান সোমাবার সকালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে পারেননি। তনি বলেন, কিন ব্রীজ মোড়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও মিলছে না পেঁয়াজ।
রিক্সাচালক মনির মিয়া বলেন, এক কেজি পেঁয়াজের জন্য ২ ঘন্টা লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ পাচ্ছি না। আজ পেঁয়াজ পাবো কী সন্দেহ আছে।
রিকাবীবাজার এলাকায় মেসের বাসিন্দা আব্বাস মিয়া বলেন, অন্য বাজারে এক কেজি পেঁয়াজ কেনার টাকা দিয়ে এখানে তিন কেজি পেঁয়াজ কিনতে পারবো। কিন্তু পেঁয়াজ ট্রাকে কম, পাবো কিনা সন্দেহ। পেঁয়াজের থেকে লাইনে বেশি মানুষ।
রিকাবীবাজার এলাকার সোনা মিয়া বলেন, অনেক সময় লাইনে দাড়িয়ে এক কেজি পেঁয়াজ পেলাম। কিন্তু পেয়াঁজের মান ভাল না। আমারা সাধারণ মানুষ মনি করি যেন ভাল পিঁয়াজ হলে ভাল হতো।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র জানায়, দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত গতিতে বাড়ছে। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে করে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সিলেট মহানগরীর ৩টি স্থানে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
Leave a Reply