ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ।
তিনি বলেন, ‘উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী দেখতে পেয়েছি। আমি সম্মেলনে উপস্থিত ছিলাম। সম্মেলনের মিছিলে অনেক লোক আসে, মিছিলে বেছে বেছে লোক আনা যায় না। ওখানে হয়তো কিছু বিশৃঙ্খলা লোক ঢুকে গেছে। তারা এই বিশৃঙ্খলা ঘটাতে পারে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ঘিরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাব নির্মল রঞ্জন গুহ বলেন, ‘চেয়ারে বসাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। কোনও সাংগঠনিক ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ঘিরে শতভাগ প্রস্তুত আমরা। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেয়া হবে না। তবে বিদেশ কমিটিতে যারা রয়েছেন সম্মেলনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে দেশে এসেছেন। আমাদের সম্মেলনে বিদেশি কোনও অতিথি থাকবে না।’
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ঘিরে সারা দেশে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজধানী ও চারপাশে জেলার নেতৃবৃন্দ প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন এবং ব্যান্ড পার্টি নিয়ে ব্যাপক সমাগম ও বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা সহকারে সম্মেলনে যোগদান করবে। সম্মেলনে সার্বিক নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা এবং বিভিন্ন বাহিনী কঠোর নজরদারিতে থাকবে।’
উত্তরে ১১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ১৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। আর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলো। এর মধ্যে ২ জন সাধারণ সম্পাদক তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলেও জানান নির্মল রঞ্জন গুহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে প্রস্তুতির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মতিউর রহমান মতি, আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, সাজ্জাদ সাকিব বাদশা, খায়রুল হাসান জুয়েল প্রমুখ।
Leave a Reply