চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মইনুল হক মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মাদক ও অস্ত্র আইনে করা মামলায় শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পৃথকভাবে ৫দিন করে মোট ১০ দিনের রিমান্ড এই আদেশ দেন।
এদিনে আওয়ামী লীগের এই নেতাকে আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে করা দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় ৫ দিন ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া এক চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নিজ কার্যালয়ে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
অভিযানে তার কার্যালয় থেকে বিদেশি মদের বোতল, ইয়াবা, গাঁজাসহ দুইটি পিস্তল, একটি ম্যাগাজিন ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
Leave a Reply