জুয়াড়ির কাছ থেকে অবৈধ প্রস্তাবের তথ্য গোপন রাখার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আইসিসিকে সহযোগিতা করায় এক বছর পর মাঠে ফিরতে পারবেন তিনি।
তবে দলের সেরা অস্ত্রকে একেবারে ক্রিকেটের বাইরে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাকিবকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া নিষিদ্ধ হওয়ায় সাকিব বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকবে কিনা সেটাও বোর্ডের আগামী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
আকরাম খান বলেন, ‘আগামী বোর্ড সভায় সাকিবের ব্যাপারে আলোচনা করা হবে, সে কী কী সুযোগ সুবিধা পারে। আলাদা করে যদি ট্রেনিংয়ের সুবিধা দেওয়া যায় তবে সেটাও সেখানে আলোচনা করা হবে।’
সাকিবের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘এখনই এতো তাড়াতাড়ি বলটা কঠিন। পরবর্তী সভায় এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সভা কবে হবে তা বলা যাচ্ছে না।’
Leave a Reply