খান পরিবারে আসছে নতুন অতিথি। নতুন এই অতিথিকে বরণ করতে অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা সিদ্দিকির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল খান। দেশসেরা এই ওপেনার তাই আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া ভারত সফরে যাচ্ছেন না। বোর্ড তিনি ছুটি নিয়েছেন।
তামিমের আগেই ইনজুরি সমস্যা ছিল। তবে ততোটা গুরুত্বপূর্ণ নয়। বোর্ড আগেই ধারণা করেছিল তামিম ইকবালের অনুপস্থিতি। তাই দলের প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছিল আরেক ওপেনার ইমরুল কায়েসকে। তামিমের ছুটির ফলে তার পরিবরর্তে টি-টোয়েন্টি দলে জায়গা করে দেয়া হলো বাহাতি ব্যাটসম্যানকে।
টেস্ট দলেও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে ইমরুলের। ভালো পারফর্ম করেও লিটন দাস-সৌম্য সরকারের পাশে জায়গা পাননি ইমরুল। বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন। এনিয়ে সমালোচনাও হয়েছে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে থাকার কথা ছিল ইমরুলের। কিন্তু ছেলের অসুস্থতার জন্য তিনি খেলতে পারেননি। এছাড়াও এই ওপেনার চলমান জাতীয় লিগ খেলতে নেমেই পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি।
আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
Leave a Reply