ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট-জেকেএলএফ’র সাবেক প্রধান কমান্ডার জাবেদ আহমেদ মিরকে (৫৪) গ্রেফতার করা হয়েছে। তবে আটকের একদিন পরেই তাকে জামিন মুক্তি দেয়া হয়েছে।
নব্বই দশকে শ্রীনগরের রাওয়াল পোরায় ভারতীয় বিমানবাহিনীর ৪ অফিসার নিহতের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-সিবিআই।
ভারতীয় গণমাধ্যম জানায়, সিবিআইএ-র একটি দল শ্রীনগরের জামালতলা অঞ্চলের বাড়ি থেকে বুধবার তাকে গ্রেফতার করে। সেখান থেকে পরে তাকে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। জম্মুর সিবিআই কোর্টে তাকে পেশ করা হলে, বিচারক মিরকে জামিনে মুক্তি দেন।
প্রায় তিন দশক আগে ১৯৯০ সালের ২৫ জানুয়ারি রাওয়াল পোরায় আইএএফের ৪ অফিসার গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডারও। পুলিশের ধারণা, সন্ত্রাসবাদীরাই গুলি করে হত্যা করে অফিসারদের। শ্রীনগরের এয়ারড্রোমে পৌঁছাতে ওই চার অফিসার বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেইসময় অতর্কিতে এই হামলা হয়েছিল। ওই ঘটনায় নারীসহ আরও ৪০ জন গুরুতর আহত হয়েছিলেন।
১৯৯০ সালের আগস্ট ও সেপ্টেম্বর সিবিআই এই মামলায় বর্তমান জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিক এবং মিরসহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। মালিক বর্তমানে নয়াদিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন।
ভূ-স্বর্গে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চলতি বছরের মার্চে উপত্যকা থেকে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলফ) নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ওই সময় একই কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয় জামায়াতে ইসলামীর জম্ম ও কাশ্মির শাখাকে।
Leave a Reply