পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ রবিবার (১৩ অক্টোবর) ইরান সফরে যাচ্ছেন। ইরানে পৌঁছে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
এ সময় তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন।
ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইমরান খান তেহরান আসছেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে মুসাভি বলেন, এ মুহূর্ত পর্যন্ত মধ্যস্থতার প্রসঙ্গটি উত্থাপিত হয়নি। সর্বশেষ গত এপ্রিলে ইমরান খান ইরান সফর করেছেন।
এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, গত শনিবার ইমরান খান ইরান সফর করবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরে আনুষ্ঠানিকভাবে বলেছেন, ইমরান খান আসবেন রবিবার।
Leave a Reply