দলীয় পরিচয় নয়, ক্যাসিনো কাণ্ডে যারাই জড়িত তাদেরকেই শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, “দলীয় পরিচয় নয় যারাই জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে। ক্যাসিনো ক্লাবে হয়েছে কোন দলে হয়নি, ক্লাবে গিয়ে যদি কেউ অপরাধের সাথে জড়িত হয় তার শাস্তি হবেই। এখানে দল কোনভাবেই দায়ী নয়।”
ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, “আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানে কে কোথায় আছেন। এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগরের বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।
বর্ধিতসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
Leave a Reply