সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় এসএসপির কোতোয়ালি থানায় মেয়য়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ২১৯০) করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব। বিষয়টি গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন শাহাব উদ্দিন শিহাব নিজেই।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা।
Leave a Reply