আজ মঙ্গলবার বেলা ২টার মধ্যে রেজিস্টারি মাঠের সমাবেশে যথা সময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস আজ সকালে পাওয়া গেছেও বলে জানান তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জরুরী বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী এ কথা জানান।
তারা বলেন, রেজিস্টারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। আমাদের পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে যথা স্থানে অনুষ্টিত হতে যাচ্ছে। সবাইকে দলে দলে যোগ দেয়ার আাহ্বান জানান তারা।
Leave a Reply