বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নতুন কর্মসূচি দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতারা। সিলেট বিএনপির নেতারা ইলিয়াস আলীর সন্ধানও কামনা করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে শুরু বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ।
সিলেট মহানগর, জেলা ও বিভাগের সকল নেতাই তাদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি সরকার পতনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণার আহবান জানান।
বেলা ৩টা ৩৪ মিনিটে সমাবেশস্থলে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন, বর্তমান সভাপতি নাসিম হোসেন ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন স্থানীয়, জেলা, মহানগর, বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।
বেলা ১টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
এই সমাবেশকে সফল করতে গত কয়েদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির সিলেটের নেতারা। স্থিমিত হয়ে পড়া দলকে চাঙ্গা করা ও শো-ডাউন দেওয়ার উপলক্ষ হিসেবে এই মহাসমাবেশকে বেছে নেন সিলেট বিএনপির নেতারা।
Leave a Reply