রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
গ্রেফতারকৃত কর্মকর্তার নাম শাহানুর মিয়া। সে ইসির প্রধান কার্যালয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন
আবদুল বাতেন বলেন, ‘ডিবি পুলিশ শাহানুরকে সোমবার বিকেলে আমাদের অফিস থেকে আটক করেছে। তদন্তের সূত্র ধরে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
সিটিটিসি চট্টগ্রামের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম ঢাকায় গিয়ে শাহানুরকে আটক করেছে। তবে এই টিম এখনও চট্টগ্রামে এসে পৌঁছায়নি। ফলে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নামে এনআইডি তৈরিতে ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে কেউ কেউ আগে থেকেই বিভিন্ন অপরাধের কারণে চাকরিচ্যুত হয়েছেন। তবে, তদন্তের স্বার্থে তাদের নামধাম গোপন রাখা হচ্ছে।’
Leave a Reply