সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
অবিলম্বে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। শুধু তাই নয়, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন ষড়যন্ত্রমুলক মামলায় তাঁকে আসামী করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দমিয়ে রাখতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকীকে কোন ওয়ারেন্ট ছাড়াই বিনা কারণে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। একই সাথে ছাত্রদল নেতা আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকী সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
Leave a Reply